আমাদের ভারত, কলকাতা, ২১ নভেম্বর: সিপিএম ও তৃণমূলের অন্ধকার দিক নিয়ে সরব হলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
শুক্রবার এক্সবার্তায় তিনি লিখেছেন, “কতদূর নৃশংস ও বীভৎস হলে একজন অন্তঃসত্ত্বা মহিলাকে লাথি মেরে তার সন্তানকে সারা জীবনের মত বিকলাঙ্গ করে দিতে পারে?
জ্যোতি বসুর প্রথম স্ত্রীর মৃত্যু সম্বন্ধে এরকম একটা ধারণা বাতাসে ভেসে বেড়ায়। যদিও তিনি মারা যান, তাঁর সন্তানও বাঁচেনি।
সিপিএম নামক একটা দল জীবনের সমস্ত অঙ্গের রাজনীতিকরণ করে গেছে, মানুষকে একটা পৈশাচিক পার্টির ক্রীতদাস বানিয়ে গেছে। আর তৃণমূল, ক্ষমতায় থাকার কায়দা তাদের কাছ থেকে অন্ধভাবে শিখেছে, তার সঙ্গে যোগ করেছে টাকাপয়সা খাবলানোর কায়দা।”
দলের সাংসদ ও নেতাদের নিয়ে বড় বৈঠক ডাকল তৃণমূল—
দলের সাংসদ, বিধায়ক-সহ সব স্তরের নেতাদের নিয়ে সোমবার বড় বৈঠক ডাকল তৃণমূল। ভারচুয়াল বৈঠক করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, ওই বৈঠকে বিশেষ নজর থাকবে মতুয়া অধ্যুষিত এলাকা ও উত্তরবঙ্গে। এই বৈঠকে সাংসদ ও বিধায়কদের কাজের মানও খতিয়ে দেখা হবে বলে সূত্রের খবর।
গঙ্গাজী পারবে ওনার এরকম সাক্ষাৎকার নিতে? জিজ্ঞাসা কোরো! জানতে চেও ওর কাছে ওমজী কেন নিতে পারল না এরকম সাক্ষাৎকার? কী জবাব দেয় শুনো!
এখন রাজ্যজুড়ে চলছে এসআইআর অর্থাৎ ভোটার তালিকা ত্রুটিমুক্ত করার কাজ। যদিও এর নেপথ্যে বিজেপি তথা কেন্দ্রের রাজনৈতিক স্বার্থ লুকিয়ে রয়েছে বলেই দাবি তৃণমূলের। বাংলার শাসক দলের আশঙ্কা, বহু ভোটারের নাম পরিকল্পনামাফিক বাদ যেতে পারে এসআইআর- এ। যদিও তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, একজন বৈধ ভোটারের নাম বাদ গেলেও দিল্লির বুকে বৃহত্তর আন্দোলন হবে। আমজনতার সুবিধায় জেলায় জেলায় এসআইআর ক্যাম্প খুলেছে তৃণমূল।

