শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের জল্পনা উসকে দিলেন তথাগত রায়

নীল বণিক,আমাদের ভারত, কলকাতা, ৫ ডিসেম্বর: শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদেওয়ার জল্পনা আবার উসকে দিলেন তথাগত রায়। শনিবার কলকাতার গড়িয়াতে জনসম্পর্ক অভিযান কর্মসূচি চলাকালীন শুভেন্দুর বিজেপিতে যোগদানের বিষয়ে বলেন, তিনি বিজেপিতে এলে স্বাগত।

রাজ্যজুড়ে জনসম্পর্ক কর্মসূচি শুরু করেছে বিজেপি। আজ গড়িয়াতে সেই কর্মসূচি ছিল। বাড়ি বাড়ি গিয়ে মোদী সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, শুভেন্দু অধিকারী বিজেপিতে এলে তাঁকে স্বাগত জানানোর কথা আগেই বলেছেন আমাদের রাজ্য সভাপতি। কিন্তু রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী নিজে আসতে চাইবেন কি না তা উনার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে, শুভেন্দু অধিকারীকে দলে স্বাগত জানানোর কথা বললেও তাঁকে নিয়ে বিজেপি বেশি ভাবতে চায় না বলে জানান তিনি।

উল্লেখ্য, পরিবহন মন্ত্রীর পদ ছাড়লেও শুভেন্দু অধিকারী এখনও তৃণমূল ছাড়েননি। নন্দীগ্রাম, খেজুরিতে অনুগামীদের নিয়ে নিয়মিত সভা করছেন। কিন্তুুু তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলেননি। তাই রাজ্যের পরিবহনমন্ত্রীকে নিয়ে রাজনৈতিক মহলে প্রতিদিন তৈরি হচ্ছে ধোঁয়াশা। সেই ধোঁয়াশা জিইয়ে রাখতে তাই এদিন রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রীকে নিয়ে মুখ খুললেন তথাগত রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *