আমাদের ভারত, ২০ সেপ্টেম্বর: “এঁদের স্মরণে দু’ফোঁটা চোখের জল ফেলুন। আর এই পাপ সরকারকে হঠাবার সংকল্প নিন।” দুই নিরস্ত্র নিরপরাধ বাঙালি হিন্দু তরুণ, রাজেশ সরকার ও তাপস বর্মনকে শনিবার স্মরণ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তথাগতবাবু লিখেছেন, “যারা ‘বাংলা’, ‘বাঙালি’ ইত্যাদি বলে কলকাতায় বসে হাউ হাউ করে তাদের একটি ঘটনা মনে করিয়ে দেবার জন্য। ঘটনা হয়েছিল আজকের দিনে, ২০ সেপ্টেম্বর ২০১৮ সালে, উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর অঞ্চলের দারিভিট গ্রামে।
দারিভিট গ্রামে অনেকদিন স্কুলে শিক্ষক ছিল না। ছাত্ররা ও স্কুল কর্তৃপক্ষ শিক্ষক নিয়োগের জন্য, বিশেষভাবে বাংলা, ইংরেজি, গণিত ইত্যাদির জন্য দরবার করছিল। হঠাৎ দু’জন শিক্ষক এসে হাজির- ওই সব বিষয়ের জন্য নয়, উর্দু ও সংস্কৃতের।
এই অদ্ভুত নিয়োগের প্রতিবাদে ছাত্ররা ফেটে পড়ে। মমতার পুলিশ তাদের উপর গুলি চালায়। এর বলি দুই নিরস্ত্র নিরপরাধ বাঙালি হিন্দু তরুণ, রাজেশ সরকার ও তাপস বর্মন।
এঁদের স্মরণে দু’ফোঁটা চোখের জল ফেলুন। আর এই পাপ সরকারকে হঠাবার সংকল্প নিন।”

