দীনেশ গুপ্তের জন্মদিবসে মহান বিপ্লবীকে স্মরণ তথাগত রায়ের

আমাদের ভারত, ৬ ডিসেম্বর: দীনেশ গুপ্তের জন্মদিবসে মহান বিপ্লবীকে স্মরণ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তথাগতবাবু টুইটারে লিখেছেন, “এই অকুতোভয় আদর্শবাদী বিপ্লবীদের যেন আমরা ভুলে না যাই। স্বাধীনতা শুধু মোহনদাস গান্ধীর চেষ্টায় আসেনি।
কিন্তু এই দীনেশ গুপ্তের ভূমি ঢাকা আজ আমাদের কাছে বিদেশ!“

এবিভিপি-র রাজ্য কার্যনির্বাহী পরিষদের সদস্য অভিজিৎ চৌধুরী টুইটারে মহান বিপ্লবীর ছবি-সহ লিখেছেন, “মহান স্বাধীনতা সংগ্রামী দীনেশ গুপ্তের জন্মদিবসে সশ্রদ্ধ প্ৰণাম।” এর প্রতিক্রিয়ায় তথাগতবাবু ওই টুইট করেছেন।

প্রসঙ্গত, বিপ্লবী দীনেশ গুপ্তের জন্ম হয়েছিল ১৯১১ সালের ৬ ডিসেম্বর ঢাকা জেলার যশোলং এ, যেটা বর্তমানে বাংলাদেশ রাষ্ট্রের মুন্সিগঞ্জ জেলা। ১৯৩০ সালের ৮ই ডিসেম্বর বিপ্লবী বিনয় বসুর নেতৃত্বে দীনেশ গুপ্ত এবং বাদল গুপ্ত কলকাতার রাইটার্স বিল্ডিং (বর্তমানে মহাকরণ) ভবনে অভিযান চালিয়েছিলেন। বিভাগের অত্যাচারী ইন্সপেক্টর জেনারেল সিম্পসনকে হত্যা করেছিলেন।
পুলিশের সঙ্গে তাদের গুলি যুদ্ধ শুরু হয়, তাঁরা আত্মহত্যার চেষ্টা করেন। দুই বিপ্লবী আত্মহত্যা করতে সমর্থ হলেও মৃতপ্রায় দীনেশকে পুলিশ বাঁচিয়ে তুলতে সক্ষম হয়। আর বিচারের তার ফাঁসির আদেশ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *