Tathagata, Mohan Bhagwat, মোহন ভাগবতকে প্রণাম তথাগত রায়ের

আমাদের ভারত, ১১ সেপ্টেম্বর: মোহন ভাগবতকে তাঁর জন্মদিবসে প্রণাম জানালেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

বৃহস্পতিবার এক্সবার্তায় তথাগতবাবু লিখেছেন, “পরম পূজনীয় সরসঙ্ঘচালকজি মোহন ভাগবতের শুভ জন্মদিনে শ্রদ্ধাপূর্ণ প্রণাম। একশো বছর আগে যে যাত্রা আরম্ভ করেছিলেন প পূ ডাঃ হেডগেওয়ার, যাকে অভাবনীয় গতি দিয়েছিলেন প পূ গুরুজী গোলওয়ালকর, তাঁদের উত্তরসূরী আজকে মোহনজি! অভিনন্দন!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *