Tathagata, Hindu, পূর্ববঙ্গ হিন্দু নির্যাতন নিয়ে সরব তথাগত রায়

আমাদের ভারত, ২৯ অক্টোবর: পূর্ববঙ্গে হিন্দু নির্যাতন নিয়ে ফের এক্সবার্তায় সরব হলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

মঙ্গলবার তিনি লিখেছেন, “দেশটা কারো বাপের নাকি?” জনৈক মিঞার উক্তি। পূর্ববাংলা/পূর্ব পাকিস্তান/বাংলাদেশের চৌদ্দপুরুষের বাস থেকে উৎখাত এক কোটির অধিক হিন্দুরাও একথা বলতে পারত। কিন্তু বলেনি। কারণ মোহনদাস গান্ধীপন্থী ও বামপন্থীরা শিখিয়েছে হিন্দুর জন্য একরকম নিয়ম, মুসলমানের জন্য আরেকরকম।

প্রায় আশি বছর ধরে পূর্ব বাংলার সংখ্যালঘু হিন্দুরা নির্যাতিত হয়েছে এবং শিখেছে, এসব নিয়ে প্রতিবাদ করা ‘সাম্প্রদায়িক’।

আমি আমার অতি ক্ষুদ্র ক্ষমতার মধ্যে বহুকাল ধরে এই নিয়ে বলে আসছি। পরম সন্তোষের বিষয় যে অবশেষে বিষয়টা সর্বসমক্ষে এসেছে। কারণ সত্য চিরদিন চাপা থাকে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *