আমাদের ভারত, ৬ এপ্রিল: বাঙালির ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কথা জানালেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
শনিবার তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, “বিহারীরা এখন চাকরির খোঁজে বাংলায় আসে না, দিল্লি যায়। পুরনো যারা আছে তারা থাকছে- থাকবেই, কারণ বাঙালি ছেলেরা শারীরিক পরিশ্রম করতে পারে না। ওড়িয়ারা দলে দলে ওড়িশায় ফিরে যাচ্ছে, ওড়িয়া রান্নার ঠাকুর বা প্লাম্বার এখন আর দেখা যায় না। পরিযায়ী বাঙালি, দুধেল গাইরা এখন ঈদ উপলক্ষে ফিরে আসছে, তাই দেখে মুলোরা দিশেহারা।
মুলো পার্টির এখন এমন ভগ্নদশা যে, এদিকে বাঙালি প্রাদেশিকতায় সুড়সুড়ি দেবার চেষ্টা করছে – আবার ওদিকে পয়সার লোভে দুটো বিহারী, একটা গুজরাটি, মুসলমান ক্যান্ডিডেট খাড়া করেছে। এর মধ্যে নরেন্দ্র মোদী বলেছেন, এখনো পর্যন্ত যে কটা চোর ধরা পড়েছে এটা সিনেমার ট্রেলার মাত্র। কিন্তু চাকরি চোর, গরু চোর, রেশন চোর ধরার পড়ার পর বাকি কে থাকছে? কি যে হবে!”