আমাদের ভারত, কলকাতা, ১৩ ডিসেম্বর: ফের হিন্দু রাষ্ট্রের ঘোষিত পদক্ষেপের দাবি তুললেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
‘#হিন্দুরাষ্ট্র’ শিরোনামে তিনি মঙ্গলবার সামাজিক মাধ্যমে লিখেছেন, “একটি প্রবল হিন্দু-বিরোধী জ্বর জাতিকে ছাপিয়ে গেছে। মনে হচ্ছে হিন্দু হয়ে জন্মে আমরা অপরাধ করেছি। জাতির সামনে সবচেয়ে বড় সমস্যা রুটি-কাপড়া-মাকান নয়, এই হিন্দুবিরোধী ষড়যন্ত্র। হিন্দু রাষ্ট্রের দিকে প্রথম ঘোষিত পদক্ষেপ নেওয়া দরকার।“
কারণ হিসাবে তথাগতবাবুর ব্যাখ্যা, “মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে হিন্দুরা উপহাস ও ন্যায্য খেলার বস্তু। আর হিন্দু নারীরা পশু লালসার লক্ষ্যবস্তু। বাংলাদেশের লেখক হুমায়ুন আজাদ তাঁর ‘পাক সার জমিন সাদ বাদ’ উপন্যাসে ছবির ভাষায় এই মনোভাব বর্ণনা করেছেন।“