আমাদের ভারত, ৮ অক্টোবর: কার্নিভালকে ‘মুখ্যমন্ত্রীর মোচ্ছব’ বলে মন্তব্য করে এর বিরুদ্ধে তোপ দাগলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
শনিবার তথাগতবাবু টুইটারে লিখেছেন, “সরকার ঘুষ খেয়ে অযোগ্য প্রার্থীদের চাকরি দিয়েছে। তার প্রতিবাদে ৫০০ দিনের উপর অবস্থান করছেন বঞ্চিত যোগ্য প্রার্থীরা। কিন্তু পুলিশ আজ তাদের সরিয়ে দেবে। কারণ আজ মুখ্যমন্ত্রীর মোচ্ছব। তার গুরুত্ব যোগ্য প্রার্থীদের বঞ্চনার তুলনায় অনেক বেশি।“
এবিভিপি-র রাজ্য সম্পাদক (উত্তরবঙ্গ) শুভব্রত অধিকারী এদিন টুইটারে লিখেছেন, “কার্নিভাল তো বাংলা শব্দ নয়, বাংলার সংস্কৃতিও নয়, রোমান ক্যাথলিকদের দ্বারা প্রচলিত শব্দ। বাংলা কৃষ্টি ও সংস্কৃতিতে যখন বিদেশি সংস্কৃতির অনুপ্রবেশ ঘটছে তখন তৃণমূলের বি টিম গর্গ চট্টোপাধ্যায়ের ‘বাংলা পক্ষ’ কোথায়?
এর প্রতিক্রিয়ায় তথাগতবাবু লিখেছেন, “কার্নিভাল-এর বাংলা ‘মোচ্ছব’। আমাদের মুখ্যমন্ত্রী মোচ্ছব বড় ভালবাসেন। গর্গ-ফর্গ ধর্তব্যের মধ্যেই নয়।“

