Tathagata, Bangladesh, Hindu, বাংলাদেশে হিন্দু যুবক খুনে তোপ তথাগত রায়ের

আমাদের ভারত, ১৯ ডিসেম্বর: “আমাদের চামড়া কি গন্ডারের চেয়েও মোটা?” বাংলাদেশে হিন্দু যুবক খুনে প্রশ্ন তুললেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

শুক্রবার সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, “ভিখারীর দেশ বাংলাদেশে অরাজকতা। এবং তার মানেই নির্বিচারে বাঙালি হিন্দু খুন ও হিন্দু ধর্মস্থান অপবিত্র করা, যার পিছনে পরিষ্কার সমর্থন আছেন ভিখারী-নেতা ইউনুস মিঞার। ময়মনসিংহের ভালুকায় বাঙালি হিন্দু যুবক দীপু দাসকে এইভাবে খুন করে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হলো, এবং তার আর্তনাদের ভিডিও তুলল সেখানকার নির্যাতনকারী পিশাচ বাঙালি মুসলমানরা।

দিদিমার কৃপায় পশ্চিমবঙ্গও গুটি গুটি সেই পথে এগোচ্ছে। কিন্তু দিদিমা মাথায় হিজাব দিয়ে, গলার রগ ফুলিয়ে তবু চিৎকার করে চলেছেন যে বিজেপি বাঙালি-বিরোধী, ভারতের অন্য সব রাজ্য বাঙালি-বিরোধী।

আমরা কবে বুঝব আমাদের পরিচয় শুধু বাঙালি নয়, বাঙালি হিন্দু? আমাদের আর বাঙালি মুসলমানদের শুধু ধর্ম আর নামকরণ আলাদা, তা নয়। আমাদের রাজনৈতিক স্বার্থ আলাদা, সমাজব্যবস্থা আলাদা, খাদ্য আলাদা, বেশভূষা আলাদা, বিশ্ববীক্ষা আলাদা, এমনকি ভাষা পর্যন্ত পুরোপুরি এক নয়।

আমরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি বাঙালি মুসলমানের হাতে। এখনো হচ্ছি। তাতেও কি আমাদের চৈতন্য হবে না? “আমরা সবাই তো মানুষ”, এই অর্থহীন, অন্তঃসারশূন্য বুলি ঘুঁচবে না?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *