আমাদের ভারত, ১২ অক্টোবর: প্রতিবাদে সরব না হওয়ায় তথাকথিত বুদ্ধিজীবীদের একহাত নিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
১৩ জন বুদ্ধিজীবীর ছবি-সহ একটি ঘোষণাপত্র যুক্ত করে তিনি লিখেছেন, “ওপরে যাননি, নিচেই আছেন। উৎসবে মানুষ এদের খুঁজছিল, কিন্তু কিছুতেই সন্ধান পাওয়া যাচ্ছিল না!
বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হোক বা আর জি করে মহিলা ডাক্তারকে নৃশংস অত্যাচার করে খুনে, এদের মুখ দেখা যায়নি!ভেবেছিলাম, ওপরে চলে গেছেন হয়ত, এদের আবার এখানেই দেখা যাবে, কোন এক বারিশ উৎসবে!”
ঘোষণাপত্রে যাঁদের ছবি আছে তাঁরা হলেন, গানের শ্রীকান্ত আচার্য, জয়তী চক্রবর্তী, লোপামুদ্রা মিত্র, অনিন্দ্য চট্টোপাধ্যায়, অভিনয় জগতের দেবকুমার হালদার, সোহিনী সরকার, কবি/লেখক সুবোধ সরকার, প্রচেৎ গুপ্ত প্রমুখ।