Tathagata Roy, Corruption, নির্মাণে দুর্নীতি ও বিপর্যয়ে কটাক্ষ তথাগতর, সুরক্ষায় ‘অভিজ্ঞের’ পরামর্শ

আমাদের ভারত, ২৪ জানুয়ারি: বৃহত্তর কলকাতায় নির্মাণে দুর্নীতি ও বিপর্যয়ে উপর্যুপরি কিছু বহুতল বিপজ্জনক হয়ে ওঠায় কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

শুক্রবার তথাগতবাবু এক্সবার্তায় লিখেছেন, “পুকুর বা জলাভূমি ভরাট করার সময় যদি মাটি বা বালি কম্প্যাকশন (ঠাসা)-র দিকে নজর না দেওয়া হয় তবে পরে তার উপর তৈরী বাড়ি হেলে যাবার সমূহ সম্ভাবনা থাকে। মাটির চাইতে বালি কম্প্যাক্ট করা অনেক সহজ, সেইজন্য ভরাট যতদূর সম্ভব বালি দিয়েই করা উচিত, এবং পুরসভার সেই দিকেই বিশেষভাবে নজর দেওয়া উচিত।

অবশ্য পশ্চিমবঙ্গে যেভাবে এই ভরাট করার কাজটি বেআইনি এবং দুর্নীতিপূর্ণ ভাবে করা হয়ে থাকে তাতে এই সব আশা করা নিষ্ফল। বাড়ি তৈরির সময় মালমশলা বা নির্মাণপ্রক্রিয়ার উপর নজর রেখে বিশেষ লাভ নেই।

এই কথাগুলি আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসাবেই বলছি। এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *