Stalin স্ট্যালিনের মৃত্যুদিনে তাঁর অত্যাচারের কথা স্মরণ করালেন তথাগত

আমাদের ভারত, কলকাতা, ৫ মার্চ: কমিউনিস্ট নেতা স্ট্যালিনের মৃত্যুদিনে তাঁর অত্যাচারের কথা স্মরণ করালেন প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়।

মঙ্গলবার তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, “আজ ৫ই মার্চ। ১৯৫৩ সালে এই দিনটিতে ইতিহাসের অন্যতম নরপিশাচ স্তালিনের মড়া mausoleum-এ ঢুকেছিল (পরে অবশ্য সেখান থেকে ফেলে দেওয়া হয়)। আশ্চর্যের বিষয়, সিপিএম এখনো এই জন্তুটির ছবি দেয়ালে রাখে, আর ‘মহান স্তালিন’ বলে।

নিজের সিংহাসন নিষ্কন্টক করার জন্য সামান্যতম সন্দেহের বশে স্তালিন নিজের নিকটতম সহকর্মীকেও বধ করত, তারপর সেই হত্যাকারীকেও বধ করত | ১৯৩৬-৩৮ সালে ‘পাৰ্জ’-এর সময় এরকম আনুমানিক সাত লক্ষ মানুষকে হত্যা করেছিল। এদের মধ্যে ছিল দুই হতভাগ্য বাঙালি হিন্দু – অবনী মুখার্জি ও বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় (‘চট্ট’ নাম খ্যাত, সরোজিনী নাইডুর সহোদর ভাই)। এরা ‘সাম্যবাদের’ টানে রাশিয়ায় গিয়ে জড়ো হয়েছিল!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *