Tathagata Roy, INDIA, আইএনডিআইএ নিয়ে পরিহাস তথাগত রায়ের

আমাদের ভারত, ২৫ জানুয়ারি: আইএনডিআইএ নিয়ে পরিহাস করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

বৃহস্পতিবার তিনি এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “আইএনডিআইএ নামক কাল্পনিক জোটের প্রতিটি আঞ্চলিক দলের সাধারণ মনোভাব। “আপনার নাক আমার রাজ্যের বাইরে রাখুন (বিহারে জেডিইউ, পশ্চিমবঙ্গে টিএমসি, পাঞ্জাবে এএপি ইত্যাদি)। কিন্তু বিরোধী ঐক্যের স্বার্থে আমাদের অন্য রাজ্যে (ঝাড়খণ্ডে টিএমসি, ইউপিতে এএপি, ইত্যাদি) জায়গা দিতে হবে”।

কংগ্রেসের মনোভাব: “হুহ! কি হচ্ছে, ইয়ার…”

প্রসঙ্গত, জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) টেক্কা দিতে গত বছর জুলাই মাসে দেশের ২৬টি বিরোধী দলের নেতারা মিলে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স- আইএনডিআইএ গঠন করেছেন। কিন্তু প্রায় প্রথম থেকেই শরিক দলগুলোর মধ্যে সমন্বয়ের অভাব দেখা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *