আমাদের ভারত, ২৫ জানুয়ারি: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর উক্তি-সহ ইসলাম সম্পর্কে মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তথাগতবাবু শনিবার এক্সবার্তায় লিখেছেন, “যোগী আদিত্যনাথের একটি উক্তি বাঁধিয়ে রাখার মত— “আমি ইসলামকে ততটাই সম্মান করি যতটা ইসলাম ধর্মাবলম্বীরা আমার ধর্মকে সম্মান করে।”
অপর একটি এক্সবার্তায় অপর একজন সমালোচকের মন্তব্যের প্রেক্ষিতে লিখেছেন, আমাকে ‘বেধ’ (অর্থাৎ বেদ) থেকে মূর্তিপূজা সম্বন্ধে জ্ঞান দিচ্ছেন? হিন্দুধর্ম বুঝবার ব্যর্থ চেষ্টা না করে আপনার ইসলামে পীরের কবর পূজা বৈধ কি না সেটার খবর আগে নিন।
আপনার সঙ্গে বিতর্ক নিরর্থক, কারণ আপনি ও আপনার বাঙালি মুসলমান সম্প্রদায় ইতিহাস লুকোবার চেষ্টা করেন। ১৯৪৬ সালের অক্টোবর-নভেম্বর মাসে বৃহত্তর নোয়াখালী জেলায় গোলাম সারোয়ার নামক শয়তান মুসলিম লীগ নেতার নেতৃত্বে সংখ্যালঘু হিন্দুদের উপর যে বীভৎস্য নির্যাতন হয় তার প্রধান অঙ্গই ছিল জোর করে ধর্মান্তরকরণ। বেশিরভাগ ক্ষেত্রে হিন্দু গৃহস্থদের পোষা গরুটিকে কেটে তার মাংস গৃহস্থকে খাইয়ে তাকে ধর্মচ্যূত করার চেষ্টা হয়েছিল। মোহনদাস গান্ধী সেই সময় নোয়াখালি সফর করেছিল, ব্রিটিশ পার্লামেন্টে এই নিয়ে আলোচনা হয়েছিল। পূর্ব পাকিস্তান ও বাংলাদেশে এই নির্যাতনের পুনরাবৃত্তি হয়েছে ১৯৫০, ১৯৬২, ১৯৬৪, ১৯৭১, ১৯৮৮, ১৯৯২, ২০০১-২০০৭, ২০২৪।”