আমাদের ভারত, কলকাতা, ১৩ সেপ্টেম্বর: ছোট ছোট মেয়েদের বাবা-মায়েদের তিন বছর বয়স থেকে লাভ জিহাদের কুফল সম্বন্ধে শিক্ষা দেওয়ার আবেদন করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
পার্থ মজুমদার নামে এক নেটনাগরিক এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “প্রতিদিন পশ্চিমবঙ্গের কোথাও না কোথাও হিন্দু মেয়েরা ইসলামিক পৈশাচিক লাভ জিহাদের শিকার হচ্ছে আর প্রাণ, নয়তো সন্মান হারাচ্ছে? অরাজনৈতিক ভাবে সচেতন মঞ্চ তৈরি করে এর মোকাবিলা করার দরকার এখন। আপনাদের কি মতামত?”
এর প্রেক্ষিতেই তথাগতবাবু লিখেছেন, “দলেরই মুসলমান ভোটের লোভে দু’কষ দিয়ে লালা গড়ায়। একমাত্র ভরসা ছিল বিজেপি। কিন্তু পশ্চিমবঙ্গ বিজেপির এই বিষয়ে কোনও নীতি আছে বলেই মনে হচ্ছে না। তাই কিছু হবে না। ছোট ছোট মেয়েদের বাবা-মায়েরা তিন বছর বয়স থেকে লাভ জিহাদের কুফল সম্বন্ধে ওদের শিক্ষা দিন।”

