আমাদের ভারত, ২৭ আগস্ট: একগুচ্ছ হাস্যমুখ (স্মাইলি)-সহ নবান্ন-র নিরাপত্তা বলয় নিয়ে উপহাস করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
মঙ্গলবার তিনি এক্স-বার্তায় লিখেছেন, “দুর্গে পরিণত নবান্ন চত্বর… ঢালাই করে ছ’ফুট উঁচু ব্যারিকেড প্রস্তুত…কন্টেনার…গার্ডরেল…জলকামান…টিয়ার গ্যাস…র্যাফ…ড্রোন…আরো কত কি!
যেন নিরস্ত্র ছাত্রসমাজ নয়, চীনা ফৌজ আক্রমণ করতে আসছে। শুধু ভাবুন, মমতা কি পরিমাণ ভয় পেয়েছে জনরোষকে।”
প্রতিক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের এক্স-বার্তাকে যুক্ত করে জনৈক এস কর্মকার লিখেছেন, “বেশিদিন হয়নি, দিল্লির কৃষক আন্দোলনের ছবি। কি করেছিলেন আপনারা ..? মানুষ ভোলেনি, দিল্লিতে কৃষকদের উপর অত্যাচারের কথা। এর জন্য পশ্চিম বাংলার মানুষ আপনাদের কথাবার্তা সিরিয়াসলি নেয় না।”