আমাদের ভারত, ৬ সেপ্টেম্বর: “বাঙালি হিন্দুরা নিশ্চিহ্ন হবার আগে যদি এগুলো স্মরণে রাখে তাহলে কিঞ্চিৎ আশা আছে।” শনিবার এক্সবার্তায় এ কথা লিখলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তিনি এক্সবার্তায় লিখেছেন, “জাত বড় হয় তার ইতিহাস মনে রাখলে। ইহুদীরা মিশর থেকে পালিয়ে আসার (পাস-ওভার) ঘটনার স্মরণে বছরের ওই সাত দিন রুটি খায় না, কারণ তাঁদের পূর্বজরা সাত দিন খেতে পাননি। আর বাঙালিরা ডাইরেক্ট একশান ডে’র গল্প ইতিহাস থেকে দৈনন্দিন যাপন, সর্বত্র মুছে ফেলেছে। নোয়াখালিসহ পূর্ববঙ্গ থেকে পালিয়ে আসার মর্মান্তিক গল্প তো দূরের কথা! দু’বছর আগে বাংলাদেশে দুর্গাপুজোয় একের পর এক প্রতিমা ভেঙ্গে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছিল মিথ্যে অভিযোগ এনে, তাও ক’জনের মনে আছে জানি না৷
মেইনস্ট্রিম ইতিহাস, মানুষ এসব গল্প বলে না৷ আসুন, আমরা বলি৷ অন্য কারোর এমন গল্প আছে কি? থাকলে শোনান, শুনি।”