আমাদের ভারত, ১০ ফেব্রুয়ারি: গরুকে আলিঙ্গন করার নির্দেশ প্রকাশ্যে সমর্থন করে বিতর্ক তৈরি করলেন প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। ১৪ই ফেব্রুয়ারি প্রেম দিবসে গরুকে আলিঙ্গন করুন। সম্প্রতি প্রাণী কল্যাণ বোর্ড এই নির্দেশিকা জারি করেছে। তাকেই সমর্থন জানিয়ে বিতর্কে তথাগত রায়।
শুক্রবার তিনি ফেসবুকে লিখেছেন, “ভ্যালেনটাইন দিবসে গরুকে আলিঙ্গন করার নির্দেশ অত্যন্ত বিজ্ঞানসম্মত। এর দ্বারা মানুষকে বোঝানো হবে যে ভালোবাসার বাঁধনে গরুকে আটকে রাখো। কারণ আটকে না রাখলেই চক্ষের পলকে গরুদের পাচার করে দেবে কেষ্টমণ্ডল এন্ড কোং।” পোস্ট করার তিন ঘন্টা বাদে সন্ধ্যা পৌনে ছ’টায় লাইক, মন্তব্য ও শেয়ারের সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার, ১০৩ ও ৩১।
প্রতিক্রিয়ায় প্রতিবাদে পল্লব কান্তি ঘোষাল লিখেছেন, “পৃথিবীর প্রথম পাঁচটি গোমাংস রপ্তানিকারক দেশের মধ্যে ভারত একটি। কী বলবেন?“ সালিম জাভেদ লিখেছেন, “১৪ই ফ্রেব্রুয়ারি দাদুকে গোয়ালে ঢোকানোর ব্যাবস্থা করা হোক।” তানভীর আলি লিখেছেন, “গোয়া নাগলান্ড মিজোরামে বিজেপির সরকার আছে ওখানে করে দেখান।” একগুচ্ছ ব্যাঙ্গাত্মক হাস্যমুখ-সহ অঙ্কুর বোস লিখেছেন, “আপনিই পারবেন নতুন নতুন যুক্তি দিয়ে দিলীপ ঘোষকে টেক্কা দিতে। যত বয়স বাড়ছে আপনি দিলু দা’র থেকেও সেরা হয়ে উঠছেন।”
তথাগতবাবুকে সমর্থনও করেছেন অনেকে। রমেন্দ্রনাথ সরকার লিখেছেন, “অত্যন্ত সঠিক চিন্তাধারা। যেভাবে গরুর সংখ্যা কমতে শুরু করেছে, একদিন গরু হয়ত বিলীন হয়ে যাবে। তাই গরুকে ভালোবাসা দরকার, তাকে সঠিকভাবে প্রতিপালন করা দরকার। আর যারা সমালোচনার জন্য সমালোচনা করছে, তাদের গুরুত্ব না দেওয়া উচিত। শুক্লা চৌধুরী লিখেছেন, “একদম!”
কমল ঘোষ লিখেছেন, “অকাট্য যুক্তি।” সবুজ দত্ত লিখেছেন, “সত্য বলেছেন।” পিন্টু অধিকারী লিখেছেন, “স্যার একদম ঠিক।”
‘মনেপ্রাণে হিন্দুত্ববাদী’দের কাছে অনুরোধ। আমাদের সাহায্য করুন। খুব আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে সাড়ে পাঁচ বছর ধরে ২৫ জন রিপোর্টার, বাংলায় একমাত্র আমরাই প্রতিদিন এই ধরণের খবর করছি। 🙏
ব্যাঙ্ক একাউন্ট এবং ফোনপে কোড:
Axis Bank
Pradip Kumar Das
A/c. 917010053734837
IFSC. UTIB0002785
PhonePay. 9433792557
PhonePay code. pradipdas241@ybl