আমাদের ভারত, ৯ সেপ্টেম্বর: “দিদিমা এখন উপায়ান্তর না দেখে অসমের কিছু চ্যালাদের নাচাচ্ছেন, যাতে তারা অসমীয়া-বাঙালি হিন্দুর মধ্যে শত্রুতা সৃষ্টি করে।” মঙ্গলবার এক্সবার্তায় এ কথা লিখলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
সেইরকম এক চটিচাটা চ্যালা এই শত্রুতা উস্কে দেবার জন্য লিখেছে। একথা জানিয়ে তথাগতবাবু লিখেছেন, “অথচ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা খুব পরিষ্কার ভাষায় বলেছেন, অসমীয়া ভাষার শত্রু বাংলা নয়, অসমীয়ার শত্রু আরবী। হিমন্তের মত বাঙালির হিতৈষী মুখ্যমন্ত্রী বহুদিন অসমের মসনদে বসেননি।
দিদিমার সেই চ্যালা সুদূর অতীতের অম্বিকাগিরি রায়চৌধুরী, গোপীনাথ বরদলৈ-এর লেখা উদ্ধৃত করে এই বাঙালি-অসমীয়া বিবাদে ঘি ঢালতে চেয়েছেন, কিন্তু ব্রিটিশ আমলের লোকগণনা কমিশনার Charles Seymour Mullen-এর বা রাজ্যপাল জেনারেল এস কে সিনহার রিপোর্ট উড়িয়ে দিতে চেয়েছেন। কিন্তু এতে কাজ হবে না। চোখের সামনে কিভাবে করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা, এবং শিলচর শহর বাদে কাছাড় জেলা, ধুবড়ি, দক্ষিণ সালমারা ইত্যাদি অঞ্চল মুসলিমপ্রধান হয়ে গেছে তা সবাই দেখেছে।
আজকের অসমীয়া ভদ্রজনের মধ্যে বাঙালি-বিরোধিতা সামান্যই। অসমের অত্যন্ত প্রভাবশালী ‘অসম সাহিত্য সভা’-র একটি অধিবেশনে আমি মেঘালয়ের রাজ্যপাল থাকাকালীন প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ পেয়েছিলাম। সেখানে আমি আমার ভাষণ ইংরেজি বা হিন্দিতে দিতে চাইলে (আমি খুব অল্প অসমীয়া জানি) দর্শকরা সমস্বরে বললেন, না আপনি বাংলাতেই বলুন। আমি তাই বললাম ও করতালি পেলাম।
তারপর ওঁদের সঙ্গে গলা মিলিয়ে আমিও গাইলাম, “চিৰ চেনেহী মোৰ ভাষা জননী!” এই বার্তা তথাগতবাবু যুক্ত করেছেন হিমন্ত বিশ্বশর্মা এবং অসম বিজেপি-র এক্সহ্যান্ডলের সঙ্গে।