অশোক সেনগুপ্ত, কলকাতা, ৮ সেপ্টেম্বর: ফের হিন্দু ভোটের একত্রীকরণের যৌক্তিকতা ব্যাখ্যা করলেন প্রাক্তন তথাগত রায়। পাশাপাশি হিন্দু বুদ্ধিজীবীদেরও কঠোর সমালোচনা কর করলেন।
শুক্রবার তিনি টুইটারে লিখেছেন, “রাজস্থানে মুসলমান ভোট দেয় কংগ্রেসকে, দিল্লিতে মুসলমান ভোট দেয় কেজরিওয়ালকে, ইউপিতে মুসলমান ভোট দেয় সমাজবাদী পার্টিকে, বিহারের মুসলমানরা জাতীয় জনতা দলকে ভোট দেয়, বাংলায় মুসলমান মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয়– এর কারণ এবং লক্ষ্য কাউকে জয়ী করা নয়, শুধুমাত্র বিজেপিকে হারাতে হবে। তাহলে কেন আমরা হিন্দু সমাজও একই লক্ষ্য ঠিক করি না যে শুধু বিজেপিকেই জিতাতে হবে, কাউকে হারাতে হবে না।
তথাগত আরও লিখেছেন, বাঙালি হিন্দু বিচিত্র জাতি। এঁরা বেশিরভাগ দুটো টাকা, মাসোহারার লোভে তৃণভোজন করেন। ইনি ধর্তব্যের মধ্যেই পড়েন না; কিন্তু যখন দেখি বাংলা ভাষার জীবিত কবিদের মধ্যে মহত্তম জয় গোস্বামী বা পৌরাণিক বিষয়ে সুপণ্ডিত নৃসিংহ প্রসাদ ভাদুড়ীও এঁদের দলে, তখন ঘৃণায় ক্ষোভে মন ভরে যায়।”