আমাদের ভারত, ১ আগস্ট: বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অর্থনীতিবিদ লর্ড কেইনসের (কীনস) সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
শুক্রবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “পৃথিবীর সর্বত্র অর্থনীতিকে এগিয়ে নেবার স্বীকৃত উপায় শিল্প ও পরিষেবা টেনে আনা, ব্যবসার প্রক্রিয়া সরল করা, পরিকাঠামোর উন্নতি, ইত্যাদি।
কিন্তু পশ্চিমবঙ্গে? বেশি করে মোচ্ছব করা, তাতে অনুদানের মাধ্যমে নিজের পার্টির ক্যাওড়াদের মদ খাবার ব্যবস্থা করা, মোচ্ছবের তিন মাস আগে থেকে প্যান্ডেল বেঁধে রাস্তা বন্ধ করে দেওয়া। ভাবুন তো, এতে কত ডেকরেটার, ইলেক্ট্রিশিয়ান, মদ প্রস্তুতকারক ও বিক্রেতার কাছে কত কর্মসংস্থান হবে।
লর্ড কীনসের পরে আমাদের মুখ্যমন্ত্রীর মত এই রকম মৌলিক চিন্তা করা অর্থনীতিবিদ জন্মায়নি!”
প্রসঙ্গত, ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনসের (৫ জুন ১৮৮৩ – ২১ এপ্রিল ১৯৪৬) মৌলিক অর্থনীতির মতামত, তত্ত্ব ও অনুশীলন গোটা বিশ্বে স্বীকৃত। তিনি বিংশ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী অর্থনীতিবিদ এবং আধুনিক ম্যাক্রোইকোনমিক তত্ত্বের প্রতিষ্ঠাতা ছিলেন।