আমাদের ভারত, ১২ সেপ্টেম্বর: মোহনদাস গান্ধী ও বামপন্থীদের সৃষ্ট এই বিকৃত ক্লীব মূল্যবোধ ছুঁড়ে ফেলতে না পারলে বাঙালি হিন্দুর নিশ্চিহ্ন হওয়া শুধু সময়ের অপেক্ষা। শুক্রবার এক্সবার্তায় এই মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তিনি কটাক্ষ করে লিখেছেন, “মুসলমান কোনো অন্যায় করতে পারে না। মুসলমান তোমাকে হত্যা করতে বা (মেয়েদের ক্ষেত্রে) ধর্ষণ করতে এলে তোমার উচিত সেটাকে অহিংসভাবে মেনে নেওয়া। এগুলো ক্লীবতা।”