আমাদের ভারত, ২৮ জুলাই: বাংলা ও বাঙালি বিতর্কে এক রাষ্ট্রবাদীর মন্তব্যে সায় দিয়ে সামাজিক মাধ্যমে শেয়ার করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
একটি পোস্টে রাষ্ট্রবাদী সায়ন রায় লিখেছেন, “জল কে যারা পানি বলে, মাংসকে যারা গোস্ত বলে, স্নানকে যারা গোসল বলে, এই উর্দু ভাষীদের দালালি করিস। খালা, ফুফা এটা আমাদের পশ্চিমবঙ্গের কালচার না, এটা বাংলাদেশি কালচার।”
অপর একটি পোস্টে সায়নবাবু লিখেছেন, “আপনি ভারতীয় বাঙালি না বাংলাদেশি? ৫টি প্রশ্নের উত্তরেই পেয়ে যাবেন পরিচয়।
১. আপনি কি স্নান বা চানকে গোসল বলেন?
২. জলখাবারকে নাস্তা বলেন?
৩. আমন্ত্রণকে দাওয়াত বলেন?
৪. জামাইকে দুলাভাই, আর দিদিকে আপা ডাকেন?
৫. বাড়িকে বাসা, জলকে পানি বলেন?”
দুটি পোস্টই শেয়ার করেছেন তথাগতবাবু।