Tathagata, Mamata, মমতার মিথ্যে নিয়ে ফের কটাক্ষ তথাগতর

আমাদের ভারত, ২৫ জুলাই: “মমতার শেষ অস্ত্র, বাঙালির উপর অত্যাচারের আষাঢ়ে গল্প, এই শ্রাবণ মাসে বেরিয়ে গেল।” শুক্রবার এক্সবার্তায় এই কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তথাগতবাবু বলেন, “ওঁর জানা উচিত, ডাহা নির্জলা মিথ্যা বলতে নেই, সত্যের একটা অংশের উপর ভিত্তি করে মিথ্যা বলতে হয়। Robert Ludlum যেরকম বলেছিলেন, “base a lie on an aspect of the truth”. তার উপরে আর একটি সংযোজন, একটা টেলিফোন কলে যে মিথ্যা ধরা পড়ে যাবে সেরকম মিথ্যাও বলতে নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *