আমাদের ভারত, ২০ জুলাই: পুরুষের চাকরি পাবার জন্য জননাঙ্গ পরীক্ষা করা নিয়ে ফের সরব হলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
শনিবার তিনি এক্স বার্তায় লিখেছেন, “অবশ্যই আমি সেই ব্যক্তি! যে কোনো চাকরি পাবার মেডিক্যাল টেস্ট-এ চিকিৎসক পুরুষের জননাঙ্গ পরীক্ষা করেন! এতে এত নারীসুলভ লজ্জা কেন? এতে তো জানা যাবে কোনো মুসলমান নাম ভাঁড়িয়ে সিএএ-এর সুবিধা নেবার চেষ্টা করছে কি না! তাই নিয়েই কি এত ভয়, এত ন্যাকামি?”
এক্স বার্তাতেই তৃণমূলের পরিচয়-সহ এক ব্যক্তি তথাগতবাবুকে প্রশ্ন করেছেন, “আপনি সেই ব্যক্তি যিনি জননাঙ্গ পরীক্ষা করে জাতি নির্ণয়ের প্রস্তাব দিয়েছিলেন, কুরবানীর রক্তে আপনার শিহরণ লাগে, কিন্তু বলীর রক্তে পুলক জাগে। তাই আপনার আপনার বিকৃতির সমঝদার(??!) কেও থাকতে পারে কেও মজা দেখতে আসতে পারে, এতে পুলকিত বোধ করে আনন্দে থাকুন”। এই প্রতিক্রিয়া দিয়েছেন তথাগতবাবু।