Tathagata, Modi, ফের চিন্ময় প্রভুর মুক্তি দাবি করে মোদীকে আর্জি তথাগতর

আমাদের ভারত, ১৬ সেপ্টেম্বর: ফের চিন্ময় প্রভুর মুক্তি দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করের এক্সবার্তায় নিজের ভাবনা যুক্ত করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তথাগতবাবু লিখেছেন, “এই নির্দোষ ব্যক্তিকে সম্পূর্ণ মিথ্যা অভিযোগে অত্যন্ত সন্দেহজনক পরিস্থিতিতে বাংলাদেশের একটি কারাগারে বন্দি করা হয়েছে। তাঁর একমাত্র অপরাধ হলো তিনি বাংলাদেশের নির্যাতিত, অবদমিত হিন্দুদের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছিলেন।”

প্রসঙ্গত, ২০২৪ সালের নভেম্বরে পতাকা অবমাননার অভিযোগে দেশদ্রোহিতার মামলা দায়ের হয় চিন্ময় প্রভুর বিরুদ্ধে। তাঁকে চট্টগ্রামের কারাগারে বন্দি করা হয়। একাধিকবার চট্টগ্রামের নিম্ন আদালতে জামিনের আবেদন খারিজ হয়। এমনকী শুনানির আগে তাঁর আইনজীবীদের উপর হামলাও হয়। পরে ঢাকা হাই কোর্টেও জামিন খারিজ করে দেয়। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা অভিযোগ তোলেন, হিন্দু সন্ন্যাসী বলেই ইউনুস সরকারের কোপে পড়েছেন চিন্ময় প্রভু। সেই কারণেই জামিন নিয়ে অযথা এত জটিলতা। এর প্রতিবাদে পথেও নামে হিন্দু সমাজ। শুধু ওদেশেই নয়, এপার বাংলাতেও চিন্ময় প্রভুর জামিন চেয়ে পোস্টার হাতে প্রতিবাদ মিছিল হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *