আমাদের ভারত, ২৩ এপ্রিল: “কবে শিখবেন যে ‘বাঙালি’ বলে কিছু হয় না?” কাশ্মীর-কান্ডের পর ফের এই মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
বুধবার এক্স বার্তায় তিনি লিখেছেন, “‘বাঙালি হিন্দু’ বা ‘বাঙালি মুসলমান’। দ্বিতীয় গোষ্ঠীটি প্রথমটির উপর অমানুষিক নির্যাতন করেছে এবং এখনো করে যাচ্ছে। এদের ধর্ম, নামকরণ, সমাজ ব্যবস্থা, গোষ্ঠীস্বার্থ, রাজনীতি, নারীর মর্যাদা, বিশ্ববীক্ষা সবই আলাদা, বিপরীত মেরুতে। বাঙালি হিন্দু সমাজকে রাজনৈতিকভাবে বিভক্ত করার চেষ্টা বহুকাল থেকে চলছে। এর উপর আর ঘটি-বাঙাল চালাবেন না।”