আমাদের ভারত, ৩ ফেব্রুয়ারি: “বাংলা’ নামে কোনো রাজ্য ভারতে নেই”। ফের এই মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। এই সঙ্গে শিল্প-সম্মেলনের নামে জনগণের অর্থের অপব্যবহারে সরব হলেন।
সোমবার পশ্চিমবঙ্গের বিভিন্ন দৈনিকের প্রথম পৃষ্ঠায় শিল্প-সম্মেলনের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। একটি বহুল প্রচারিত দৈনিকের সেই বিজ্ঞাপনের ছবি যুক্ত করে তিনি লিখেছেন, “সেই চিরাচরিত ঢপ, ফুল-পেজ বিজ্ঞাপনে সাধারণ মানুষের করের টাকার শ্রাদ্ধ। কিন্তু দিতেই হবে, তা না হলে খবরের কাগজে মাননীয়ার প্রশংসা ছাপবে কেন?
কোন শিল্পপতিকে পাগলা কুকুরে কামড়ায়নি যে তাঁরা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে আসবেন। তা সত্ত্বেও যদি কেউ আসেন, তার উপরে হাজারখানেক তৃণমূলের ক্যাওড়া ঝাঁপাবে, বলবে আমাদের প্রতি মাসে পাঁচ লক্ষ টাকা তোলা দিতে হবে, আর পঁচিশজনকে চাকরি দিতে হবে। পশ্চিমবঙ্গের এই সুনাম সারা ভারতে রটে গেছে।
রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ, ‘বাংলা’ নয়। ‘বাংলা’ নামে কোনো রাজ্য ভারতে নেই।”