Tathagat Roy, Suvendu, সাংগঠনিক বৈঠকে শুভেন্দুর অনুপস্থিতি নিয়ে মন্তব্য তথাগতর

আমাদের ভারত, ২৪ জানুয়ারি: সল্টলেকে বিজেপির সাম্প্রতিক সাংগঠনিক বৈঠকে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উপস্থিত হলেও আসেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্তবাবুর মন্তব্যের একটি বাক্য নিয়ে সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তার বিরোধিতা করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

বৃহস্পতিবার রাতে তথাগতবাবু এক্সবার্তায় লিখেছেন, “পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা যা বলেছেন তার সারাংশ: শুভেন্দু অধিকারী মেদিনীপুরে ডাক্তারদের উপর অন্যায় আদেশের প্রতিবাদে ব্যস্ত ছিলেন। স্বাভাবিকভাবেই তাঁর পক্ষে কলকাতায় সাংগঠনিক বৈঠকে যোগ দেওয়া সম্ভব ছিল না।

এই সহজ জিনিসটাকে কচলে ‘কাজিয়া’, ‘গৃহযুদ্ধ’ ইত্যাদি আবিষ্কার করেছে এক টিভি চ্যানেল। উদ্দেশ্য স্পষ্টতই তৃণমূল নেত্রীকে তৈলমর্দন! নোংরা অপ-সাংবাদিকতা কত নীচে নামতে পারে!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *