আমাদের ভারত, ৪ ফেব্রুয়ারি: পশ্চিমবঙ্গের বিজেপি-মুখী লোকের ক্ষোভের কথা বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে জানালেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
মঙ্গলবার তথাগতবাবু এক্সবার্তায় লিখেছেন, “আমাদের বিজেপি কর্মী, প্রাক্তন কর্মী বা নিছক সমর্থকদের জন্য, বিজেপি-মুখী জনসাধারণের প্রশ্নের মুখোমুখি হওয়া ক্রমশ কঠিন হয়ে উঠছে। কেন সিবিআই আর জি কর মামলাটি এমন দায়সারাভাবে পরিচালনা করল? বাংলাদেশে যখন তারা হিন্দুদের জবাই করছে, আমরা কেন সেখানে টাকা ও চাল দিয়ে সাহায্য করছি? কোনো ‘সেটিং’ আছে কি? কেন এখনো রাষ্ট্রীয় দলের পূর্ণকালীন সভাপতি নেই?”