আমাদের ভারত, ৫ ফেব্রুয়ারি: পশ্চিমবঙ্গের শিল্প সম্মেলন নিয়ে কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
বুধবার একটি দৈনিকের সংশ্লিষ্ট খবরে এই সম্মেলন সম্পর্কে খবর প্রকাশিত হয়েছে। সেই খবরের কাটিং যুক্ত করে তিনি এক্সবার্তায় লিখেছেন, “২০১৫ সাল থেকে নাকি পশ্চিমবঙ্গে উনিশ লক্ষ কোটি টাকার বেশি লগ্নির প্রস্তাব এসেছে। সেগুলো দিয়ে কী হলো একটিবার জানাতে আজ্ঞে হোক। অন্তত সৌরভ দাদার গ্রিলের কারখানাটা – যার জন্য মাননীয়াকে স্পেন পর্যন্ত ছুটতে হয়েছিল।
কিছুই হয়নি। আসলে এগুলো প্রস্তাব নয়, প্রস্রাব। আমন্ত্রিত অভ্যগতরা পশ্চিমবঙ্গে এসে পেট ভরে খেয়ে, ঐটি দিয়ে প্রস্থান করেছেন।”