আমাদের ভারত, ২৯ জানুয়ারি: অকালমৃতার অভিভাবকদের কটাক্ষ করায় মদন মিত্র এবং তৃণমূলকে একহাত নিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
বুধবার তিনি এক্সবার্তায় মদন মিত্রর একটি বিধ্বস্ত ছবি-সহ লিখেছেন, “ক্লিষ্টবদন মদন, সারদা মামলায় ২২ মাস জেল খাটার পরে। ২০১৫ সালের ছবি।
রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক। মমতার ঠোঁটের কোণে এক চিলতে হাসি দেখার জন্য যা পারেন করুন। শুধু মানবিকতাকে বিসর্জন দেবেন না।
অপর এক্সবার্তায় তথাগতবাবু এদিন লিখেছেন, মদনা মনে করছে, মুসলমানের ভোট আর পুলিশ প্রশাসনের যোগসাজসে সে যা-ই করুক, ভোটে জিতবেই। ঠাকুর রামকৃষ্ণের পদধূলিধন্য কামারহাটির হিন্দু মানুষ, এই দম্ভকে মিথ্যা প্রমাণ করুন।”
অপর বার্তায় তথাগতবাবু এদিন লিখেছেন, “অকালমৃতা কন্যার শোকসন্তপ্ত বাবা-মার প্রতি কলপ-দিয়ে-যুবক-সাজা নোংরা তৃণমূলী লম্পটের হৃদয়হীন টিটকিরিকে ধিক্কার জানান। ভুলবেন না, ওই দলটায় কোন কিছুই কিন্তু নেত্রীর অনুমতি ছাড়া হয় না।”