আমাদের ভারত, ৪ ফেব্রুয়ারি: সামাজিক মাধ্যমে ভেসে বেড়ানো কলকাতা বইমেলায় কল্পিত প্রকাশনা নিয়ে উপহাস করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
মঙ্গলবার তথাগতবাবু এক্সবার্তায় লিখেছেন,
“কলকাতা বইমেলায় এই বছরের বেস্টসেলার বই এর লিস্ট:
১. কীভাবে স্লিম হলাম (অনুব্রত মণ্ডল)
২. বোতল পঞ্চবিংশতি (মদন মিত্র)
৩. সনাতন হইবার সহজ উপায় (শুভেন্দু অধিকারী)
৪. বিশ্বাস করো মা, আমি চুরি করিনি (পার্থ
চট্টোপাধ্যায়)
৫. যেমন বাজাও তেমনি বাজি (কুণাল ঘোষ)
৬. বাবা হওয়ার সহজ উপায় (কাঞ্চন মল্লিক)
৭. দুয়ারে গিটার (সায়ন্তিকা ভট্টাচার্য)
৮. চৌকাঠ পেরিয়ে (দেবাংশু ভট্টাচার্য)
৯. জল শঙ্খীনি (ঋতুপর্ণা সেনগুপ্ত)
১০. ধোঁয়া রহস্য (রচনা ব্যানার্জি)।”
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের শাসকদলের প্রথম সারির নেতা- নেত্রীদের আচরণ ও কথা নিয়ে প্রায়শই ব্যঙ্গ হয়। সেসবের নিরিখেই তৈরি হয়েছে লেখক ও বইগুলোর নাম।