জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৫ নভেম্বর: বিধানসভা নির্বাচনের আগেই চাকরির দাবিতে চাকরি প্রার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। এবার ২০১৬ সালের টেট উত্তীর্ণরা নিয়োগের দাবিতে রাস্তায় নামলেন। প্রাথমিক টেট উত্তীর্ণ প্রশিক্ষিত ঐক্য মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার প্রায় ২০০ সদস্য আজ বৃহস্পতিবার মেদিনীপুর শহরে মিছিল করে। তাদের স্লোগান ছিল” দুঃখে কষ্টে কাটছে দিন, দিদি আমাদের চাকরি দিন”। মিছিলটি জেলাশাসকের দপ্তরে সামনে এসে শেষ হয় এবং কয়েকজন প্রতিনিধি জেলা শাসকের হাতে স্মারকলিপি জমা দেন