সাথী দাস, পুরুলিয়া, ২৩ জুলাই: করোনার বাড়-বাড়ন্তে আবার রাজ্যজুড়ে আজ লকডাউন। পুরুলিয়া জেলার পশ্চিম প্রান্তের ঝাড়খন্ড রাজ্য লাগোয়া ঝালদা শহরেও লকডাউন চলছে। আজকের সেই লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নামল টাস্কফোর্স। এদিকে ঝালদা থানার পুলিশকেও পথে দেখা গিয়েছে সক্রিয় ভূমিকায়। জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত থাকা ব্যবসা বাদে সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। যাত্রী যান চলাচল বন্ধ ।

টাস্কফোর্স সদস্য তথা ঝালদা পৌরসভার প্রশাসক প্রদীপ কর্মকার জানান, রাজ্য সরকারের তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে স্বাগত জানাই। গতকালই আমরা পথে নেমে মানুষকে সচেতন ও লকডাউন সমন্ধে অবগত করি। তাই আজ লকডাউনে পরিস্থিতি ঝালদা বাসি ভালই সাড়া দিয়েছেন।

