স্নেহাশীষ মুখার্জি ,আমাদের ভারত, নদীয়া, ১৭ সেপ্টেম্বর:
নদীয়া জেলা দক্ষিণের ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের আগমনে আজকের বিশেষ দিনে তর্পন করলেন বিজেপি নেতারা। চাকদহ মুকুন্দনগর গঙ্গা ঘাটে তর্পণ কার্যক্রমের আয়োজন করে দলের সাংগঠনিক নদিয়া দক্ষিণ জেলা বিজেপি যুবমোর্চা। বিরোধী দলের হাতে নিহত কর্মীদের আত্মার শান্তির জন্য এই তর্পন বলে যুবমোর্চার পক্ষ থেকে জানানো হয়েছে।
পশ্চিমবঙ্গে রাজনৈতিক সন্ত্রাসের কারণে তৃণমূল কংগ্রেসের হাতে ভারতীয় জনতা পার্টির যে সকল কর্মী ও কার্যকর্তা খুন হয়েছেন তাঁদের জন্য এই তর্পন বলে জেলা যুবমোর্চার সভাপতি ভাস্কর ঘোষ জানিয়েছেন। এছাড়া ভারত মাতাকে রক্ষা করতে গিয়ে সেনাবাহিনীর যে সকল সৈনিক শহীদ হয়েছেন তাদের সকলের আত্মার শান্তি কামনা করা হয়েছে। ভাস্করবাবু জানান, তর্পণ কার্যক্রম গতবছরও আমরা করেছি, এবারও এই কার্যক্রম সম্পন্ন করলাম।