আমাদের ভারত, ৩ জানুয়ারি: হাতেগোনা কয়েক মাস বাদেই লোকসভা নির্বাচন, তাই ভোটের রণকৌশল তৈরি করতে উত্তরবঙ্গ সফর শুরু করলেন বালুরঘাটে সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আজ অর্থাৎ বুধবার থেকে তাঁর এই সফর শুরু হল। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তাঁর কর্মসূচি রয়েছে। সফর সেরে তিনি ৭ তারিখ কলকাতায় ফিরবেন।
এখনো পর্যন্ত দেখা গেছে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বেশি শক্তিশালী বিজেপি। তাই উত্তরবঙ্গে লোকসভা আসনগুলিকে ধরে রাখার পাশাপাশি সেখানে আসন বাড়াতে উদ্যোগী পদ্ম শিবির। তবে উত্তরবঙ্গে বিজেপি সাংগঠনিকভাবে সবল হলেও কিছু জায়গায় দলের কর্মীদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিচ্ছে মাঝে মধ্যে বলে সূত্রের খবর। তাই বিজেপি সভাপতি খোদ ময়দানে নামছেন। নিজে গিয়ে দলীয় সমস্যার সমাধান করে চাঙ্গা করবেন দলের কর্মীদের।
উত্তরবঙ্গে বেশ কিছু জেলায় সুকান্ত মজুমদারের জনসভার পাশাপাশি কর্মীদের সঙ্গে দলীয় সাংগঠনিক বৈঠক রয়েছে তাঁর। বুধবার উত্তর দিনাজপুর, বৃহস্পতিবার আলিপুরদুয়ার, শুক্রবার কোচবিহার, শনিবার জলপাইগুড়ি সফরে যাবেন বিজেপি নেতা। ৩ তারিখ থেকে ৬ তারিখ পর্যন্ত কার্যত উত্তরবঙ্গ চষে বেড়াবেন বিজেপির রাজ্য সভাপতি।
সুকান্ত মজুমদার জানিয়েছেন, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সহ বিভিন্ন জেলা ও এলাকায় জনসভা ও সাংগঠনিক আলোচনা হবে বিজেপির। লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এটা দলীয় কর্মসূচি। নির্বাচনের কৌশল ঠিক করতে এই উত্তরবঙ্গ সফর বলে জানান তিনি।

