হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করলেন সংসদ দেব -এর জেঠু তারাপদ অধিকারী

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ ডিসেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ঘাটালের সংসদ দীপক অধিকারী তথা দেবের জেঠুর। নাম তারাপদ অধিকারী (৬৫)। শনিবার অন্তোষ্টিক্রিয়ায় উপস্থিত হওয়ার সম্ভাবনা সাংসদ দেব-এর।

জানা গিয়েছে, সাংসদ দেব-এর বাবা প্রথম মুম্বাইয়ে পাড়ি দিয়েছিলেন এই তারাপদ অধিকারীর হাত ধরে। মুম্বাইয়ে কাজ করতেন তারাপদ বাবু। তারাপদ বাবুর সঙ্গে থেকেই দেবের বাবা মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি ও ক্যাটারিং ব্যবসার সঙ্গে সংযোগ করতে পারেন। সেখান থেকেই দেবের অভিনয় জগতে প্রবেশ ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *