আরামবাগ, ১০ ডিসেম্বর: আরামবাগের ট্যারেন্টুলা আতঙ্ক ছড়াল এবার আরামবাগ শহরের নওপাড়া এলাকায়। একজনের বাড়িতে একটি ট্যারেন্টুলা পাওয়া গেছে।
জানা গেছে, আরামবাগ পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের নওপাড়া এলাকার বাসিন্দা মুকুল মোল্লার বাড়িতে সোমবার রাতে এই ট্যারেন্টুলা প্রজাতির মাকড়সাটি দেখতে পাওয়া যায়।
মুকুল মোল্লা জানান, কাল রাতে তিনি যখন বাড়ি থেকে মোটরবাইক বের করেছিলেন সেই সময় মাকড়সাটি তাঁর নজরে পড়ে। তারপর ধরতে গেলে মাকড়সাটি লাফাতে থাকে। তিনি ওই সময় একটি লাঠি নিয়ে খুব সাবধানে একটি জারে ধরে ঢুকিয়ে রাখেন। এই মাকড়সাটি দেখতে পাওয়ায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
ট্যারেন্টুলা মাকড়সাটি দেখতে মুকুল মোল্লার বাড়িতে সকাল থেকেই ভিড় জমে ওঠে। জানা গেছে মঙ্গলবার সকালে ওই মাকড়সাটি আরামবাগ বনদপ্তর অফিসে নিয়ে যাওয়া হয়।