ফের জলমগ্ন তমলুক জেলা হাসপাতাল 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১ সেপ্টেম্বর: গত সপ্তাহের লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হওয়ার পর পূর্ব মেদিনীপুরের তমলুক জেলা হাসপাতাল সোমবার রাত থেকে প্রবল বৃষ্টির জেরে ফের জলমগ্ন হয়েছে। হাসপাতালের বিভিন্ন অংশ জলে ডুবে রয়েছে। উপযুক্ত নিকাশি ব্যবস্থা না থাকায় বারবার এইভাবে জল জমে  সমস্যার সম্মুখীন হতে হচ্ছে রোগী এবং তাদের আত্মীয় পরিজন ও চিকিৎসকদের। 

গত কয়েক বছর ধরেই এভাবে মাঝারি বৃষ্টির পর হাঁটু সমান জল দাঁড়িয়ে যাচ্ছে হাসপাতালের বিভিন্ন এলাকায়। কয়েকটি ওয়ার্ডে রোগীদের বেডের তলাতেও জল ঢুকেছে। হাসপাতালে প্রবেশের রাস্তা রয়েছে হাঁটু সমান জলের তলায়। জল পেরিয়ে এভাবেই হাসপাতলে যাতায়াত করতে হচ্ছে চিকিৎসক, রোগী ও রোগীর আত্মীয় পরিজনদের। মঙ্গলবার সকাল থেকে জলমগ্ন রয়েছে জরুরি বিভাগ, প্রসূতি বিভাগ, বহির্বিভাগ সহ বিভিন্ন এলাকা। কর্তৃপক্ষ পাম্প  চালিয়ে জল বের করার চেষ্টা চালালেও লাগাতার বৃষ্টির জেরে তা পুরোপুরি কার্যকর হচ্ছে না।

একজন রোগীর আত্মীয় নারায়ণ প্রামানিক জানান, “গতকাল রাত থেকে এভাবে জল ঢুকতে শুরু করেছে। জলমগ্ন হয়ে পড়ায় আমরা কোনও রকম রিপোর্ট করাতেও যেতে পারছি না।  খুবই সমস্যার মধ্যে রয়েছি।

জেলা হাসপাতালের সুপার গোপাল দাস জানান, “মেডিক্যাল কলেজের জন্য কাজ চলায় এই ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। আমরা মেশিন চালিয়ে জল বের করার কাজ চালালেও লাগাতার বৃষ্টির ফলে জল দাঁড়িয়ে রয়েছে। সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *