মৃত্যুর পরেও রেহাই নেই! মৃতদেহও ধর্ষণ করে তালিবানরা, ভয়াবহ অভিজ্ঞতার শোনালেন আফগান মহিলা পুলিশ কর্মী

আমাদের ভারত, ২৩ আগস্ট: তালিবানরা আফগানিস্থান দখলের পর সবচেয়ে আতঙ্কে রয়েছেন সেখানকার মহিলারা। প্রতিনিয়ত নানান রিপোর্টে প্রকাশিত হচ্ছে। ভাইরাল হচ্ছে নানা ভিডিও। ধরা দিচ্ছে একাধিক ভয়ানক চিত্র। জানা যাচ্ছে মৃত্যুর পরেও তালিবান জঙ্গিদের হাত থেকে নিস্তার পাচ্ছে না মহিলাদের মৃতদেহ।

প্রাণ হাতে নিয়ে কোনোরকমে কাবুল থেকে দিল্লি পৌঁছানোর পর নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন সেদেশের এক মহিলা পুলিশ কর্মী। আফগানিস্তানের মুসকান নামের মহিলা পুলিশ কর্মী দিল্লি পৌঁছে সংবাদমাধ্যমের কাছে নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরেন। আফগান মহিলা পুলিশে তিনি কর্মরত ছিলেন। কিন্তু দেশের বেশিরভাগ অংশ তালিবানিদের দখলে চলে আসতেই মুস্কান বুঝে গিয়েছিলেন বাঁচতে হলে তাঁর আর দেশে থাকা হবে না। তাই বিমান ধরে দিল্লি চলে আসেন।

মহিলাদের প্রতি তালিবান জঙ্গিরা কতটা নৃশংস তার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, প্রতিটি বাড়ি থেকে অন্তত একজন মহিলাকে তারা তুলে নিয়ে যায় তাদের ধর্ষণ করে খুন করে। তালিবানদের মধ্যে নাকি এমনও অনেকে রয়েছেন যারা আবার মৃতদেহগুলিকে ধর্ষণ করে বেশি আনন্দ পায়। পরিবারের মহিলারা যদি উপার্জন করে তাহলে তাদের লাগাতার হুমকির মুখে পড়তে হয়। প্রথম হুমকিতে কাজ না হলে দ্বিতীয় হুমকির জন্য আর অপেক্ষা করা হয়না। প্রথম হুমকির পরে যদি কোন মহিলাকে বাড়ির বাইরে দেখা যায়, তখনই তাকে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়।

সম্প্রতি একটি ভিডিও নেটে ভাইরাল হয়েছিল, যাতে দেখা যাচ্ছে বাইরে বেরোনো এক মধ্য বয়স্ক মহিলাকে মাথায় গুলি করে খুন করে এক তালিবান নেতা। এমনকি রেহাই পান না পুরুষরা। যেসব পুরুষরা কোন সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের ওই একই পরিণতি হয় বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *