আমাদের ভারত, আরামবাগ, ৭ নভেম্বর: নদী বালি তোলাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা আরামবাগে। এই ঘটনা আরামবাগ দারকেশ্বর নদীর চাঁদুর এলাকার। উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বেআইনিভাবে বালি খাদ মালিকরা নদীর পাড় কেটে ফেলছে। এমনকি তারই সাথে বালি বোঝাই লরি রাস্তা দিয়ে প্রতিদিন যাওয়ার সময় ব্যাপক ধুলোবালি ওড়ে– ঘরবাড়ি রাস্তাঘাট সব ধুলোময় হয়ে ওঠে। এই ঘটনা নিয়ে এলাকাবাসীরা শনিবার দুপুরে বালি খাদে আসেন। এরপর এলাকাবাসীদের সাথে খাদ মালিকের মধ্যে বচসা শুরু হয়। এরপরই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। পরে পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে পড়ে যে আরামবাগ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে পুলিশ বালি তোলার কাজ বন্ধ করে দেয়। তবে খাদ মালিক আজমদ হুসেন বলেন, কিছু বহিরাগত তোলা চাইতে এসেছিল বাধা দেওয়াতে আমার লোকেদের সাথে ঝামেলা করেছে। ৭০ জন লেবার এখানে কাজ করে রুটি রুজি জোগাড় করে আমরা সরকারকে রয়ালিটি দিচ্ছি তাহলে কেন তোলাবাজির টাকা দেব?