আমাদের ভারত,৫ মার্চ:উত্তর পূর্ব দিল্লি হিংসার মোস্ট ওয়ান্টেড অভিযুক্ত আম আদমি পার্টির বহিষ্কৃত কাউন্সিলার তাহের হোসেন আত্মসমর্পণ করার আগেই গ্রেফতার হলেন। দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ তাহের হোসেনকে গ্রেপ্তার করেছে।
সূত্রের খবর তাহের হোসেন আজ আদালতে আত্মসমর্পণ করার জন্য তৈরি হচ্ছিলেন। তার আগে বুধবার তাহের হোসেন দিল্লির আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন। তাহের হোসেনের বিরুদ্ধে আই বি কর্মী অঙ্কিত শর্মাকে হত্যা করার অভিযোগ রয়েছে।
২৬ফেব্রুয়ারি দিল্লি হিংসার সময় অঙ্কিত শর্মার মৃতদেহ চাঁদবাগে একটি নর্দমা থেকে উদ্ধার হয়েছিল। অঙ্কিতের পিতা রবীন্দ্র কুমার ছেলের খুনের জন্য আপ কাউন্সিলর তাহের হোসেনকেই দায়ী করেছেন। চাঁদবাগে তাহের হোসেনের একটি অফিস রয়েছে। তাহেরের বিরুদ্ধে অভিযোগ দিল্লি হিংসায় তার প্রত্যক্ষ মদত ছিল।
প্রসঙ্গত উল্লেখ্য তাহের হোসেনের ঘর থেকে পাথর ইঁট ভর্তি প্রচুর বস্তা পাওয়া গেছে। পেট্রোল বোমা, ব্যাগ ভর্তি অ্যাসিডও উদ্ধার হয়েছে। তাহেরের প্রতিবেশীরাও অভিযোগ করেছিলেন উন্মত্ত জনতা তাহিরের বাড়ি থেকেই পেট্রোলবোমা পাথর ও অ্যাসিড ছুঁড়েছে তাদের ঘরের দিকে।
২৪ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর পূর্ব দিল্লির যে হিংসা হয়েছে তাতে ৪৭ জনের মৃত্যুর খবর রয়েছে। আহত হয়েছেন ২৫০রও বেশি। তারা এখনও চিকিৎসাধীন।