শোভন চ্যাটার্জিকে দলে ফেরাতে কৌশলি তৃণমূল, বিজেপি নেতাও গভীর রাত পর্যন্ত বৈঠক করলেন তাঁর সঙ্গে

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৫ আগস্ট : কলকাতার সাংগঠনিক দায়িত্ব শোভন চ্যাটার্জিকে দিতে চায় বিজেপি। দলের এই বার্তা নিয়ে সোমবার রাতে প্রাক্তন মেয়রের বাড়িতে যান রাজ্যের সহকারি পর্যবেক্ষক অরবিন্দ মেনন। গতকাল রাত ১২টা পর্যন্ত টানা শোভন চ্যাটার্জির সঙ্গে বৈঠক করেন তিনি। শোভন চ্যাটার্জিকে কোনও মতেই হাতছাড়া করতে চাইছে না বিজেপি।

অন্যদিকে শোভন চ্যাটার্জিকে বিজেপি থেকে ছিনিয়ে নিতে তৃণমূলও কৌশল অবলম্বন করল। তাঁকে বার্তা দিতে গতকাল কলকাতার ১৩১ নম্বর ওয়ার্ডের দায়িত্ব থেকে রত্না চ্যাটার্জিকে সরিয়ে দেয় রাজ্যের শাসক দল। শোভনের মান ভঞ্জন করতেই তৃণমূলের এমন সিদ্ধান্ত বলে মত রাজনৈতিক মহলের। যদিও এব্যাপারে রত্না চ্যাটার্জি বলেন, আমাকে সরানোর কোনও কথা জানি না। দল থেকে কোনও চিঠি পাইনি। এরপরেই রত্না চ্যাটার্জির কৌশলি মন্তব্য, তিনি বলেন আমার জায়গায় প্রাক্তন মেয়র আসলে আমি এমনিতেই সরে যাব। রত্না চ্যাটার্জির এমন কৌশলি মন্তব্য কানে যায় অরবিন্দ মেননের। তারপরেই তিনি ছুটে যান শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে। সূত্রের খবর সেখানে উপস্থিত ছিলেন বৈশাখি ব্যানার্জিও।

বৈঠকে শোভনকে দলে সক্রীয় হতে বলেন বিজেপির কেন্দ্রীয় নেতা। কলকাতার সাংগঠনিক দায়িত্বও তাঁর উপর ছাড়া হবে বলেও প্রাক্তন মেয়রকে বোঝান রাজ্যের সহকারি পর্যবেক্ষক। প্রসঙ্গত, চলতি মাসে দিল্লিতেও রাজ্য বিজেপির বৈঠকে শোভন চ্যাটার্জিকে যাবার কথা বলেছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তুু শেষপর্যন্ত তিনি দিল্লির উড়ান ধরেননি। সূত্রের খবর, শোভন চ্যাটার্জির জন্য চলতি মাসের মাঝামাঝি দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছেন বৈশাখি ব্যানার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *