বিজেপির পরিবর্তন যাত্রার ট্যাবলো এসে পৌছাল ঘাটালে

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ ফেব্রুয়ারি: বিজেপির পরিবর্তন যাত্রার ট্যাবলো রবিবার বিকেলে এসে পৌছাল ঘাটালে। ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অন্তরা ভট্টাচার্য, বিধায়ক বনশ্রী মাইতি, রিতেশ তেওয়ারি, ঘাটাল সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক রামকুমার দে সহ অন্যান্য নেতৃত্ব।

দিলীপ ঘোষ তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেন, তৃণমূল সরকার ত্রাণের টাকা আমফানের টাকা সবেতেই কাটমানি খেয়েছে। এখন দুয়ারে সরকার কর্মসূচি নিয়েছে, আমরা একে বলছি যমের দুয়ারে সরকার। পাড়ায় পাড়ায় সমাধানকে দিলীপবাবু পাড়ায় পাড়ায় ধর্ষণ বলে ব্যঙ্গ করেন। তিনি বলেন, কোনও তৃণমূল নেতা এলে তাকে ল্যাম্পপোস্টে বেঁধে রাখতে, তারপর দিদি এসে সেই নেতাকে ছাড়িয়ে নিয়ে যাবে। যদি গ্রামে কোথাও দেখেন ট্যাপ ওয়াটার অথবা পাকা রাস্তা জানবেন তার সামনে তৃণমূল নেতার বাড়ি আছে।

দিলীপবাবু আরও বলেন, আমাদের কর্মীদের নামে পুলিশ মিথ্যা মামলা দিচ্ছে। তিনি এর প্রতিশোধ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এবার বাংলায় পরিবর্তন আসবে। চাষিরা ধানের, আলুর দাম পাবে। মা বোনেদের সম্মান থাকবে। তার সাথে দিলীপবাবু এও বলেন, রাজ্যে বদল যেমন হবে, বদলাও নেওয়া হবে। পরিবর্তন যাত্রার ট্যাবলো ঘাটাল থেকে গৌরা হয়ে ডেবরা যাবে বলে বিজেপি সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *