স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৫ ডিসেম্বর: দিল্লিতে চলা কৃষক আন্দোলনের উপর পুলিশের নির্মম অত্যাচারের প্রতিবাদে এবং ৮ ডিসেম্বর কৃষি আইন বাতিলের দাবিতে সারা ভারতের কৃষকদের ডাকা ভারত বনধের সমর্থনে প্রতীকি পথ অবরোধ ও বিক্ষোভ আন্দোলন করল হেমতাবাদ ব্লক সিপিএম। উত্তর দিনাজপুর জেলার সিপিএমের হেমতাবাদ এরিয়া কমিটির পক্ষ থেকে এদিন হেমতাবাদ ব্লক সদরে বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হেমতাবাদ এরিয়া কমিটির সম্পাদক স্বপন ঘোষ, সারা ভারত কৃষক সভার নেতা আবদুর রহমান, হান্নান আলি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
হেমতাবাদ এরিয়া কমিটির সম্পাদক স্বপন ঘোষ বলেন, কেন্দ্রের বিজেপি সরকারের প্রণয়ন করা কৃষি আইন বাতিলের দাবিতে দেশজুড়ে আন্দোলনে নেমেছেন কৃষকেরা। দিল্লিতে এই কৃষক আন্দোলন দমন করতে পুলিশ কৃষকদের উপর নির্মম অত্যাচার করছে। এরই প্রতিবাদে হেমতাবাদ ব্লক সদরে বিক্ষোভ ও প্রতীকি পথ অবরোধ শামিল হয়েছিল সিপিএম কর্মীরা। এর পাশাপাশি আগামী ৮ ডিসেম্বর কৃষকদের ডাকা ভারত বনধ সফল করতে পথে নামবেন তারা।