সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৫ মে: সরকারি কর্মী বাদে দেশের সব মানুষকে বিনামূল্যে রেশনের মাধ্যমে চাল, ডাল, গম, তেল ও চিনি সরবরাহ, গরিব পরিবারকে নগদ যোগান, কৃষি ও ক্ষুদ্র কুটির শিল্পে এককালীন অনুদান ও বিনা সুদে ব্যাংক ঋণ সহ ফরওয়ার্ড ব্লক ছয় দফা দাবি জানাল প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। পুরুলিয়া জেলা শাসকের মাধ্যমে একটি স্মারকলিপিতে ওই দাবিগুলি পেশ করা হয়। লকডাউনের মধ্যেই স্বশরীরে দলীয় কর্মসূচিতে জেলাশাসক কার্যালয়ের সামনে প্রতীকি অবস্থান করে স্লোগান দেন নেতা কর্মীরা।
উল্লেখিত দাবি ছাড়াও শিক্ষা ঋণের সুদ মকুব ও বেসরকারি স্কুল কলেজের ফি নেওয়া বন্ধ করার দাবি জানায় ফরওয়ার্ড ব্লক। এছাড়া দেশের গরিব মানুষের চিকিৎসা সহ ওষুধ সরবরাহ ও স্বাস্থ্য পরীক্ষা বিনামূল্যে করার দাবি, উৎপাদন ও পরিষেবা সহ সব কাজের ক্ষেত্রে কাজের সময় ১২ ঘণ্টা করার সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি করা হয় স্মারক লিপিতে।
ওই কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা সম্পাদক মিহির মাঝি। উপস্থিত ছিলেন বর্ষীয়ান রাজ্য নেতা নিশিকান্ত মেহতা, ধীরেন্দ্রনাথ মাহাতো সহ জেলা নেতৃত্ব।