আমাদের ভারত, ২ মার্চ: যতটা না সাংবাদিক, তার চেয়ে বুঝি একটু বেশি গবেষক। বিভিন্ন বিষয় চর্চায়, মূলত আর্থসামাজিক গবেষণামূলক লেখায় অতি পরিচিত নাম স্বাতী ভট্টাচার্য। এবারের বইমেলাতেও পুরোমাত্রায় আছেন তিনি।
‘সাউথ এশিয়ান ওমেন ইন মিডিয়া’-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা আনন্দবাজার পত্রিকার সিনিয়র অ্যাসিস্টেন্ট এডিটর স্বাতীর ‘বাঘের দুধ— পশ্চিমবঙ্গের স্কুলে শিক্ষা ও সক্ষমতার খোঁজ’ ‘প্রতিক্ষণ’ প্রকাশ করেছে। এবারের মেলায় তাঁর উপহার ‘গুরুচন্ডালী’ (স্টল ৩২১)-র ‘অনুদানের লজ্জা’। এ ছাড়া আজিম প্রেমজী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অশোক সরকারের সঙ্গে যৌথভাবে লিখেছেন ‘ফসলের রাজনীতি, বাংলার চাষির বর্তমান ও ভবিষ্যৎ’।

