‘স্বর্গ নরক’ নজরকাড়া থিম বাঁকুড়ার পুয়াবাগান সর্বজনীন-এর

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৬ সেপ্টেম্বর: বর্তমানে সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে আইনি- বেআইনি কারবার, সাধু-অসাধু পন্থা নিয়ে জোর চর্চা চলছে অলিতে গলিতে, পথে ঘাটে, আড্ডায়। এবার এই চর্চা’কে ভিত্তি করেই বাঁকুড়ার পুয়াবাগান সর্বজনীন দুর্গোৎসবের থিম স্বর্গ-নরক। উদ্যোক্তাদের আশা, এই পরিস্হিতিতে তাদের থিম এবার নজর কাড়বেই।

পুজা মন্ডপ ঘিরে তৈরী হয়েছে নরক ও স্বর্গ।সেখানে স্বয়ং যমরাজ তার খাতা নিয়ে হাজির, প্রতীকি মডেলে মনুষ্য জীবনে কে কত ন্যায় -অন্যায় কাজ করেছে তার হিসাব নিকাশ, তার বিচার ও ফলাফল ঘোষিত হচ্ছে।অপরদিকে তৈরী হয়েছে স্বর্গ। যেখানে স্বর্গীয় সুখের হাতছানি। ধর্ম পথে, সৎপথে থাকার সে পথে এগিয়ে যাওয়ার আহ্বান।

পোয়াবাগান দুর্গোৎসবের এবছর ত্রিশ বর্ষে পদার্পণ।কমিটির সম্পাদক বিদেশ পাত্র জানান, প্রতি বছরই আমাদের থিম বিশেষ মাত্রা যোগ করে। যার ফলে ব্যাপক ভিড় হয় পুজোর কটা দিন। ভিড় সামলাতে পুলিশ বাহিনীকে যথাসাধ্য সহযোগিতা করে আমাদের কর্মী বাহিনী। ব্যবস্থা করা হয়েছে সিসিটিভি’র। এছাড়াও অন্যান্য বছরের মত এবছরও রক্তদান, বস্ত্র বিতরণের পাশাপাশি সরকারি প্রকল্পের সুফলও তুলে ধরা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *